নারী শিল্পীদের প্রতিভা বিকাশের জায়গা পিএফটিআই

7

রিতা খাতুন

 

আলোর ভুবনে এনেছো তুমি
স্বপ্ন ছিল গাইব আমি
ছড়াবো আলো বিশ্বব্যাপী
ঢেকেছিলাম মোরা আধারে
আলোতে নিয়ে এলে তুমি
কেমনে ভুলিবো তোমারে?
কেমনে শোধবো তোমার ঋণ
প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট
আজ তোমার শুভ জন্মদিন
১৬ বছরে গড়েছো উজ্জ¦ল তারা
সারা জীবন টিকে থাকুক
তোমার এই উন্নয়নের ধারা

প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট-পিএফটিআইয়ের ১৬ বছর পার করে আজ ১৭ বছরে পদার্পণ করল। প্রায় ১৫ বছর যাবত সিনিয়র পারফর্মার হিসেবে কাজ করছি প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে। এই ১৬ বছরে অনেক কিছু শিখেছি। প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের সুবাদেই আজ আমার এত পরিচিতি। হাজার হাজার মানুষের ভালোবাসা পাচ্ছি।
২০০৭ সালে সন্ধান পাই প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি থিয়েটার গঠন করবে। এরপর ২০০৯ সালে যোগদান করি পিএফটিআইতে। ছোটবেলা থেকেই গান-বাজনা, উপস্থাপনা আর নিউজ পড়াÑ এগুলো কেন জানি খুবই ভালো লাগত। এসব নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করেছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
পিএফটিআইয়ে যোগদান করার পরে আমার অনেক সৌভাগ্য হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাহারা খাতুন, পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান ও রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ আরো অনেক গুণী মানুষের সামনে এর একাধিকবার প্রোগ্রাম করার।
এটা শুধু সম্ভব হয়েছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের জন্য। এই মহৎ কাজটি শক্ত হাতে পরিচালনা করে যাচ্ছেন সকলের প্রিয় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মো. হাসিব হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের কৃষ্টি-কালচার ও গ্রামীণ শিল্পীদেরকে ধরে রাখতে পিএফটিআইয়ের মাধ্যমে চেষ্টা করছেন।
এটা সত্যি আমাদের শিল্পীদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার এই যে, আমাদের অনেককেই কেউ চিনত না। প্রয়াসে এসে আমাদের পরিচিতির বিস্তার হয়েছে। এখানে যতজন শিল্পী আছে, তারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের প্রতিভা বিকশিত করছে।
চাঁপাইনবাবগঞ্জের নারীদের গান-বাজনাকে খুব ভালো চোখে দেখা হতো না সমাজে। হাতেগোনা কয়েকজন নারী শিল্পী দেখতে পেতাম চাঁপাইনবাবগঞ্জে। এখানে অনেক নারী শিল্পীরা কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করছে। নারীদের প্রতিভা বিকাশের জায়গা প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। স্বপ্ন দেখেছিলাম, আজ স্বপ্নকে ব্যাস্তবে রূপ দিতে সহযোগিতা করেছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। পুরুষের পাশাপাশি নারী শিল্পীদের একটি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের উত্তরোত্তর কামনা করছি। অনেক অনেক শুভ কামনা।
শুভ জন্মদিন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট।