বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৭, ২০২৫ by

নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
তিনি তার বক্তব্যে বলেন, পিতৃতান্ত্রিক সমাজে পরিবারে সিদ্ধান্ত গ্রহণ করেন পুরুষ। কেননা পুরুষ আয় করেন, আর নারীরা ঘর সামলাতেই ব্যস্ত থাকেন। কিন্তু নারীরাও যদি আয় করেন, তাহলে পরিবারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীরাও ভূমিকা রাখতে পারবেন। তখন সমাজের চেহারাটা অন্যরকম হবে।
জেলা প্রশাসক অংশগ্রহণকারী নারীদের বলেন- আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনাদের প্রকৃত উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে হবে। আমরা আপনাদের পৃষ্ঠপোষকতা করব। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন না হলে সমাজে ন্যায্যতা-সমতা কোনোটাই প্রতিষ্ঠিত হবে না। সরকার এজন্যই এই প্রকল্পটি গ্রহণ করেছেন।
জেলা প্রশাসন ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জ সদর আয়োজিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্ব) মো. ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম। সূচনা বক্তব্য দেনÑ জেলা মহিলা সংস্থার প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও নিজের এগিয়ে চলার গল্প শোনান উদ্যোক্তা সিনথিয়া কাওসার জিম, জুমেরা খাতুন, নাবিলা আকতার, টুম্পা রাণী ও হালিমা খাতুন। কর্মশালাটি সঞ্চালনা করেন বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স বিভাগের প্রশিক্ষক আব্দুস সালাম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত কর্মশালায় বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের ১২০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুন