নারায়ণপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

9

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এ অঞ্চলের বাসিন্দারা। মঙ্গলবার নিম্নাঞ্চলের জনগণকে সরকারের পক্ষ থেকে ত্রাণ হিসেবে পরিবারপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়। পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের ৬ নম্বর বাঁধ, ৮ নম্বর বাঁধ ও জাহরপুরেসহ বিভিন্ন ওয়াডের পানিবন্দি পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য।