Last Updated on জানুয়ারি ২৪, ২০২৫ by
নারায়নপুরে কৃষক দলের সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে নারায়নপুর ইউনিয়নের বাতাস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি।
নারায়নপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আকম সাহেদুল আলম বিশ^াস পলাশ, রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপির নেতা রহমত আলী, বিএনপি নেতা ইউসুফ আলী লাবলু, জেলা তাঁতিদলের আহ্বায়ক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।