নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী শপথ
‘মাদকমুক্ত তারুণ্য চাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধকল্পে সচেতনতামূলক আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মার্শাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ অন্যরা।
অনুষ্ঠানে ১০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।