রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২৩, ২০২৫ by

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গত ১৯ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত ৩৭টি ইভেন্টে ৫টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠি হয়।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে ১১১ জনকে পুরস্কার দেয়া হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষাক মো. আসলাম কবীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো. হাসানুল মবিন।
বিশেষ অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ নেসকোর প্রকৌশলী মো. সেলিম রেজা, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল কাসেম, মো. আনসার আলী, চাঁপাইনবাবগঞ্জ ফারিস্টের অফিস ইনচার্জ মো. ইয়াকুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন- নিয়মিত ক্লাসের পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন আছে। কেননা, খেলাধুলা কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। কাজেই খেলাধুলা চালিয়ে যেতে হবে।

About The Author

শেয়ার করুন