নামোশংকরবাটী উচ্চ বিদ্যলয়ের রজত জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী

20


নামোশংকরবাটী উচ্চ বিদ্যলয়ের ১৯৯৩ এস এস সি ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ে প্রথান শিক্ষক মো. আসলাম কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মো. দুররুল হোদা। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল মবিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মার্শাল, সাবেক শিক্ষক মো. মজিবুর রহমান, ছাত্র গোলাম ফারুক, হাবিবুর রহমান ও মানিক প্রমূখ। প্রাক্তন ছাত্ররা বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৈয়দ নাজমুল ইসলাম মানিক। বিদ্যালয়ের প্রয়াত ছাত্র ও শিক্ষকদের জন্য মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের ক্রেস্ট ও কলম, ডায়েরী, প্যাডসহ ব্যাগ প্রদান করা হয়। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানমালা।