বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১০, ২০২৪ by

নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়েছে কাব দলের ৩ দিনের গ্রুপ ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব দলের তিন দিনের গ্রুপ ক্যাম্প বৃহস্পতিবার শেষ হয়েছে। গত মঙ্গলবার এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল।
তিন দিনের এ আয়োজনে কয়েকটি ধাপে অংশ নেন- বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, সদর উপজেলা কমিশনার হাসিনুর রহমান, ভোলাহাট উপজেলা সম্পাদক রাকিবুল ইসলাম, নামোরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব গ্রুপ কমিটির সভাপতি ওসমান গণি, কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার কামাল পাশা, নাজলি বেগম, শরিফা খাতুন, স্কাউট অনুরাগী মামুন আলী, নাশিতা রহমান সোহা ও সানজিদাসহ অন্যরা।
স্কাউটসের মৌলিক বিষয়, দড়ির কাজ, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ধারণা দেয়া হয় কাব সদস্যদের। শেষে কাব অভিযানেও অংশ নেন তারা।

About The Author

শেয়ার করুন