Last Updated on মার্চ ১২, ২০২৫ by
নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন-আমার যে আয় তা হালাল করার জন্যই যাকাত আদায় করতে হবে। তা নাহলে আমার ধন সম্পদ হারাম হয়ে যাবে।
তিনি বলেন ইসলামের যে ৫টি ফরজ স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম হলো যাকাত। কাজেই যাকাত আদায় না করলে আমার ফরজ আদায় হবে না। জেলা প্রশাসক বলেন-আমরা যেমন নামাজ ও রোজাকে গুরুত্ব দিচ্ছি তেমনি যাকাতকেও গুরুত্ব দিতে হবে। যাকাত যাদের হক তাদের জন্য আদায় করা ফরজ, এই ফরজ আমাকে আদায় করতেই হবে। তিনি বলেন-যাকাতের অর্থ দিয়ে দরিদ্রদের সেলাই মেশিন দেয়া হয়ে থাকে। আমরা এই অর্থ দিয়ে দরিদ্র মানুষের ভাগ্যপরিবর্তনের জন্য আয়বর্ধন মূলক কাজেও ব্যবহার করতে পারি। তিনি যাকাত আদায় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন।
অন্যদের মধ্যে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলু। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
একই অনুষ্ঠানে ৩ বিভাগে হেফজ প্রতিযোগিতার ৯ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।