নাধাইকৃষ্ণপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

8

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৈশোর কর্মসূচির আওতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু। প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনÑ গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম, ৯নং ওয়ার্ড সদস্য রাফেজ মির, প্রয়াসের ইউনিট-১ এর ম্যানেজার প্রসন্ন কুমার পাল, কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মাইনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার ফারুক আহমেদ, প্রয়াসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মসিউর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।