নাটোরে বাসচাপায় আবদুল হান্নান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে জেলা শহরের হরিশপুর এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। হান্নান টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির এসআই মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহরের হরিশপুর বাইপাস সড়ক এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হান্নান। এ সময় রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।