নাটোরে ট্রাক চাপায় পুলিশ কনস্টবলের মৃত্যু

59

gourbangla logo

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন দাঁইড়পাড়া এলাকায় গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রহমত আলী (৪৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত এবং এটিএসআই খায়রুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন।  নিহত রহমত আলী পাবনা জেলার সুজানগর উপজেলার হাশেমপুর গ্রামের রুস্তম আলী ছেলে। তারা উভয়েই পার্শ্ববতী লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে কদিমচিলানের দিকে যাওয়ার পথে নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়ায় দ্রুতগতির একটি ট্রাক (চট্ট মেট্রো ঢ ৮১-১০৬৭) তাদের মোটরসাইকেলটিকে (পাবনা হ ১১-৪৬৬৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল রহমত আলীর (কং নং ১৪১) নিহত ও খায়রুল ইসলাম আহত হন। আহত কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।