চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। নেজামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকেলে কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় করেন তিনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ যুব মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আদিবাসী একাডেমির সভাপতি শ্রী বিধান সিং, নাচোল উপজেলা সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি আবুল কাশেমসহ অন্যরা।
মতবিনিময়কালে গোলাম মোস্তফা বিশ^াস প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।