নাচোল সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব

103

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার আলোচনা সভা, স্মৃতিচারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ সুবর্ণ জয়ন্তীর সকল কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আবদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. শাহীন, অতিরিক্ত রাজশাহী জেলা প্রশাসক সাবিহা সুলতানা, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ, নাচোল উপজেলা নিবার্হী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ বিশিষ্টজনরা।
উল্লেখ্য ১৯৭২ সালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মালেক চৌধুরী (মিঠু চৌধুরী) এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ও প্রতিষ্ঠার সাথে যুক্ত গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।