বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ৬, ২০২৪ by

নাচোল বাল্যবিয়ে রোধে সমাবেশ ও শপথ

‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো-একুশ পার হয়ে’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে বিরোধী সমাবেশ ও স্কুলপর্যায়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সাংবাদিক নুরুল ইসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অলিউল হক ডলার।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘বাল্যবিয়ে নিরোধ ঘণ্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।

About The Author

শেয়ার করুন