নাচোল পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ

89

প্রতীক বরাদ্দচাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর নির্বাচনে সোমবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সেজারুদ্দীন জানান, নাচোল পৌর নির্বাচনে মেয়র পদে ৭জন, সংরক্ষিত নারী কাউন্সিলর ১৪জন ও  সাধারণ কাউন্সিলর পদে ৩৮জনকে দলীয়সহ অন্যান্য প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মেয়র পদে আ’লীগের আব্দুর রশিদ খানকে (নৌকা), বিএনপির কামরুজ্জামানকে (ধানের শীষ), জাতীয় পার্টির তৌহিদুল ইসলামকে (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মু. আব্দুল মালেক চৌধূরীকে (মোবাইলফোন), আমানুল্লাহ-আল মাসুদকে (রেলইঞ্জিন), মো. রফিকুল ইসলামকে (জগ) এবং আসলাম হোসেনকে (নারিকেল গাছ) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সাধারণ ওর্য়াড কাউন্সিলর  সাধারণ ওর্য়াড কাউন্সিলর পদে ১নং ওর্য়াডে মনিরুল ইসলামকে (টেবিল ল্যাম্প), মেহেদী হাসান (উট পাখি), আশামুদ্দিন (ঢেঁড়স) এবং এস.এম.নাজির হোসেন (ডালিম) প্রতীক। ২নং ওর্য়াডে সফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) এবং গোলাম রব্বানি (উট পাখি)। ৩নং ওর্য়াডে মতিউর রহমান (পাঞ্জাবি), আব্দুল হাই (উট পাখি), আজিজুর রহমান (ডালিম)। ৪নং ওর্য়াডে ফারুক আহমেদ (উট পাখি), জোহরুল হক (পানির বোতল), আকবর আলি (ডালিম)। ৫নং ওর্য়াডে আব্দুল খালেক (উট পাখি), তরিকুল ইসলাম (পানির বোতল), সহির উদ্দিন (পাঞ্জাবি), মুনিরুজ্জামান (ডালিম)। ৬নং ওর্য়াডে সানাউল্লাহ (উট পাখি), নুরুল ইসলাম (পানির বোতল), দুরুল হোদা (পাঞ্জাবি),  আবুল কাউসার সিরাজ (টেবিল ল্যাম্প)। ৭নং ওর্য়াডে হেলাল উদ্দিন (উট পাখি), সাদিকুল ইসলাম (ডালিম), খাইরুল ইসলাম (ব্রিজ), গোলাম তারেকী (গাজর), নওসাদ আলি (ঢেঁড়স), মাসুদুর রহমান (পাঞ্জাবি), আব্দুল বাসির (টেবিল ল্যাম্প), বিপ্লব রহমান (পানির বোতল), আলিমুল আনসারি (ব্ল্যাক বোর্ড), নারায়ন দাস (ফাইল ক্যাবিনেট)। ৮নং ওর্য়াডে কামাল উদ্দিন (উট পাখি), আব্দুল ওয়াহাব (ঢেঁড়স), হেলাল উদ্দিন (টেবিল ল্যাম্প), সফিকুল ইসলাম (পানির বোতল), তারেক রহমান (ডালিম)। ৯নং ওর্য়াডে আনসার আলি (টেবিল ল্যাম্প), আফসার আলি (পানির বোতল) ও আজিজুর রহমান (উট পাখি)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং (১,২,৩) ওর্য়াডে ফিরোজা খাতুন (ভ্যানেটি ব্যাগ), মাকসুদা খাতুন (কাঁচি), অহিদা খাতুন (মৌমাছি), আকতারী বেগম (আঙ্গুর), ফাতেমা বেগম (চকলেট)। ২নং (৫,৬,৭) ওর্য়াডে নাজরিন আখতার (মৌমাছি). আরিফা বেগম (চকলেট), শামিমা ইয়াসমিন (ভ্যানেটি ব্যাগ), হাফেজা বেগম (আঙ্গুর), পারুল বেগম (কাঁচি)। ৩নং (৭,৮,৯) ওর্য়াডে আরমানি বেগম (কাঁচি), রিনা বেগম (পুতুল), শাহনাজ পারভীন (আঙ্গুর) ও সেলিনা বেগম (ভ্যানেটি ব্যাগ)।