Last Updated on মার্চ ১৫, ২০২৫ by
নাচোল পৌর জামায়াতের ইফতার মাহফিলজামায়াতে ইসলামী নাচোল পৌর সভা শাখার উদ্যোগে বেগম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম।এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।