চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার মাসিক সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণকে কেন্দ্র করে কাউন্সিলরের সাথে সচিবের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির মুখে সাধারণ সভা স্থগিত করা হয়েছে। নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন পৌর সচিবসহ ৭ কাউন্সিলর। সভা সুত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে পৌরসভার মাসিক সাধারণসভা শুরু হয়। সভাটি বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ১ঘণ্টা দেরিতে শুরু হয়। পরে কাউন্সিলরদের উপস্থিতিতে মেয়রের সভাপতিত্বে সভা শুরু হলে বেশ কিছু সিদ্ধান্ত অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করেন সচিব মোবারক হোসেন। বেশ কিছু সিদ্ধান্ত অনুমোদন নিয়ে কাউন্সিলরগণ দ্বিমত পোষণ করলে মেয়র ও সচিবের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। এসময় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মেয়র আব্দুর রশিদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাধারণসভায় উত্থাপিত কিছু বিষয়ে কাউন্সিলরদের সাথে মতৈক্যে পৌঁছাতে না পারায় সাধারণসভা স্থগিত করা হয়েছে। তবে আজ সোমাবর আবার সভায় বসার সিদ্ধান্ত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, সাধারণ সভায় মারামারির উপক্রম হয়েছিল। কিন্তু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোন পক্ষই অভিযোগ করেনি।