নাচোল পৌরসভার বাজেট ঘোষণা

16

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১৩ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নাচোল পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৭০৭ টাকা। ব্যয় ধরা হয়েছে সমপরিমাণ টাকা। এবারের বাজেটে রাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
মেয়র আব্দুর রশিদ খান ঝালু জানান, গত ৬ জুন সুশীল সমাজের প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করা হয়। সকলের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট চূড়ান্ত করা হয়। আজ  মঙ্গলবার পৌর পরিষদে তা অনুমোদন করে এ বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হকের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু। এ সময় পৌরসভার প্রকৌশলী আবু সায়েমসহ কাউন্সিলরবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।