Last Updated on ফেব্রুয়ারি ২৫, ২০২৫ by
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু, সাইদুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রভাষক নূর কামাল, বাশিস নাচোল শাখার সভাপতি তাজাম্মুল হক ও সহকারী ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম। সঞ্চালনা করেন মেহেদী হাসান ও সামিউল হক।
শেষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর ৭০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীরাও স্মৃতি উপহার তুলে দেয়।
অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত ৭০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।