চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় নারীসহ ৮ জন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নাচোল উপজেলার মেঘডহর গ্রামের মো. রফিজুল ইসলামের ছেলে মো. জেনারুল ইসলাম (৪৯), জেনারুল ইসলামের স্ত্রী মোছা. মেজেনুর বেগম (৪২), কন্যানগর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৮), মো. মনিরুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪৫), মৃত আ. করিমের ছেলে ফাইজুদ্দিন (৫৮), মৃত আলতাফের ছেলে জামিরুল ইসলাম (৪৫), মো. লিটনের স্ত্রী মোসা. রেখা (৩২) এবং খিকটা গ্রামের পরমেশ্বরের ছেলে শ্রী গোলাপ হাঁসদা।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ (গতকাল) তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।