‘মুজিববর্ষের অঙ্গীকার, ফসল হবে দুর্বার’Ñ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাটে কৃষকদের মধ্যে খরিফ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নাচোল : উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজলা পরিষদ চত্বরে ২ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম, রাকিবুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, চলতি মৌসুমে নাচোল উপজেলায় প্রতিজন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উফশী (উচ্চ ফলনশীল) আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির।
উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ভোলাহাট সদরে ২২০, গোহালবাড়ী ৪০০, দলদলী ৩৮০ ও জামবাড়ীয়া ইউনিয়নে ২০০ জনসহ মোট ১ হাজার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। একজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী।