নাচোল ও গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহার : ঈদের আগেই নতুন ঘরে উঠবে ২৬৬টি গৃহহীন পরিবার

20

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় এবারে ঈদুল ফিতরের আগে ২৬৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিপাকা এসব ঘর ভূমিহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করবে বলে মনে করা হচ্ছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নাচোল প্রতিনিধি : প্রথম ও দ্বিতীয় দফায় উপজেলায় ৭০০টি ঘর দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের ঘরের মালিকানা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ উপলক্ষে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারে ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ২৬ এপ্রিল (কাল মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ পর্যায়ে নাচোল উপজেলায় ২১৬ টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে। তিনি আরো বলেন, এর আগে উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৭০০ পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেয়া হয়েছে তাদের।
গোমস্তাপুর প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় দফায় উপকারভোগীদের মধ্যে ৫০টি বাড়ি হস্তান্তর করা হবে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ গোমস্তাপুর উপজেলার সাংবাদিকদের তিন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, আগামী ২৬ এপ্রিল (আগামীকাল) মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন। এর মধ্যে গোমস্তাপুর উপজেলার ৫০টি ঘর রয়েছে। এই ৫০টি ঘরের মধ্যে গোমস্তাপুর ইউনিয়নের গোঙ্গলপুরে ১৪টি, রাধানগরের ফুলবাড়ীতে ৫টি, পার্বতীপুরের মালপুরে ১০টি, রহনপুরের পুনর চাঁদপুরে ২১টি বাড়ি উদ্বোধনের মাধ্যমে উপকারভোগীদের তুলে দেয়া হবে।