শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৬, ২০২৪ by

নাচোল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা

স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, জনবল সংকট নিরসনসহ সার্বিক উন্নয়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
এর আগে সংসদ সদস্য মু. জিয়াউর রহমান স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছলে কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এছাড়াও আগত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন এবং চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।
সভায় ডা. কামাল উদ্দিন হাসপাতালের অতীব জরুরি দিকগুলো পূরণের জন্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘদিন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি, অ্যাম্বুলেন্স, ডিজিটাল এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন, চিকিৎসক ও জনবল সংকটে থাকায় রোগীদের কাক্সিক্ষত সেবা দিতে পারছি না। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হাসপাতালে উন্নীত করতে সংসদ সদস্যের একান্ত সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে মু. জিয়াউর রহমান এমপি বলেন, পর্যায়ক্রমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় দিকগুলো পূরণের চেষ্টা করব। তবে স্বাস্থ্য খাতে যেসব বরাদ্দ আসবে, সেগুলো সঠিকভাবে ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

About The Author

শেয়ার করুন