Last Updated on ডিসেম্বর ১৭, ২০২৪ by
নাচোল উপজেলা বিএনপির সম্মেলন : মজিদুল সভাপতি খোকন সম্পাদক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাচোল রেলস্টেন হাই স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এম মজিদুল হককে সভাপতি ও আবু তাহের খোকনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের নাচোল উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহের খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি। অন্যদের মধ্যে বক্তব্য দেন- নাচোল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জানান, সম্মেলনে সর্বসম্মতিক্রমে নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হককে সভাপতি ও সদস্য সচিব আবু তাহের খোকনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের নাচোল উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।