নাচোলে ৯ কিমি সড়কের দুই ধারে তাল বীজ রোপণ

42

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়কের দুই ধারে তাল গাছ বীজ রোপণ করা হয়েছে। আজ সোমবার উপজেলার নেজামপুর ইউনিয়নের প্রায় ৯ কিলোমিটার সড়কের দুই ধারে প্রায় ৪ হাজার তাল বীজ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, দোগাছী বরেন্দ্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাউসার আলী, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
ইউএনও জানান, নাচোল সরকারি কলেজের রোভার স্কাউট দল সড়কের দুই ধারে তাল বীজ রোপণের উদ্যোগ নিয়েছে। তারা হাটবাকইল মমিনপাড়া রাস্তা থেকে শুরু করে দৌগাছি হয়ে খড়িবাড়ী এবং ইসলামপুর রাস্তা পর্যন্ত প্রায় ৪ হাজার তাল বীজ রোপণ করে।