চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪ রাউন্ড গুলিসহ ২টি একনলা বন্ধুকসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর সাতরশিয়া গ্রামের মৃত ইয়াশিন আলীর ছেলে কাশেম আলী (৩৫), মৃত-হুমায়ন কবিরের ছেলে জাহাঙ্গীর (৩০) ও ফিটুর ছেলে আরিফ ওরফে তোতা (২৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের আমনুরা-নাচোল সড়ক সংলগ্ন বহরইলগ্রমে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। এসময় ৪ রাউন্ড গুলি, এক নলা ২টি বন্ধুকসহ কাশেম আলী, জাহাঙ্গীর ও তোতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসায়ি, ক্রেতা সেজে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে ােম ফাছির উদ্দিন জানান।