Last Updated on নভেম্বর ২৬, ২০২৪ by
নাচোলে ১৫ সদস্যকে মাছচাষের উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশী শিং, মাগুর, কার্প মিশ্র চাষ, কার্প ফ্যাটেনিং, পোনা চাষে উদ্যোক্তা তৈরির প্রদর্শনীর জন্য আরো ১৫ জন সদস্যকে মাছচাষ বিষয়ক উপকরণ দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুরে প্রয়াসের ইউনিট-১১তে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণের মধ্যে ছিল চুন, রোটেনন, ঝাঁকি জাল, ব্লু নেট, ইউরিয়া, টিএসপি, জিআই তার, মাচা জালসহ সবজি বীজ, সাইনবোর্ড ও রেকর্ড বুক। পাশাপাশি সদস্যদের মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের আওতায় (মৎস্য খাত) এসব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর ইউনিটের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান, প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা মো. আব্দুল মমিনসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।