নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১শ’ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৫০) নামের ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আটক ব্যক্তি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে । গত সোমাবর (৮ জুন) রাতে তাকে আটক করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এএসআই জাহিদসহ পুলিশের একটি দল একরামুল হকের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।