শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২০, ২০২৪ by

নাচোলে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হযরত আলী (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) নাচোল পৌর সভার ৩নং ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার একটি আমবাগানে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ওই আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারনা। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যু প্রকৃত ঘটনা জানা যাবে বলেও পুলিশ জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তি ওই মহল্লার নিয়ামুল হকের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, ২০ জুন বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন হযরত আলীর মৃতদেহ দেখে থানায় খবর দিলে ঘটনা স্থলে যায় পুলিশ। সেখানে মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, শ্রীরামপুর মহল্লার অটোচালক তাজিমুল (২০) হত্যা মামলার ২নং আসামি ছিলেন হযরত আলী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তবে পুলিশের হাতে এখনও ওয়ারেন্ট এসে পৌঁছাইনি। ওসি বলেন-মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

About The Author

শেয়ার করুন