চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭ জন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের রাজস্ব খাতের বরাদ্দ থেকে এ সেলাই মেশিনগুলো দেয়া হলো।
বিতরণের সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, নাচোল সদর ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামসহ অন্যরা।