চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ারের (ডাক্তারখানা) স্বাস্থ্যসেবা কার্যক্রমের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বাজারে হাজী আবদুর রশিদ মাকেট চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেই সঙ্গে বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসব কর্মসূচির উদ্বোধন করেন নাচোল উজেলা পরিষদ চেয়ারম্যান মোহা. আব্দুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথি ছিলেনÑ নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য মো. রয়েল বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাফিজুর রহমান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেনÑ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আসাদুর রহমান বিপ্লব।