Last Updated on জানুয়ারি ৩০, ২০২৫ by
নাচোলে স্কাউটের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউট নাচোল উপজেলা শাখা এই কাউন্সিল সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
সভায় পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারকে সভাপতি; মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামসহ ৫ জনকে সহসভাপতি; নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক; লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেমান আলীকে কমিশনার, সগুনা পাইতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারকে যুগ্ম সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।