নাচোলে সিএসওর ত্রৈমাসিক সভা

6

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ে সিএসওর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকলে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো’র টেকসই প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
নাচোল মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠনের সভানেত্রী অর্চনা রাণী। সভায় বক্তব্য দেন- নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, সিএসও’র সদস্য বদিউজ্জামান, পারুল মল্লিক ও আকতারা বেগম। সভা সঞ্চলনা করেন ডাসকো’র টেকসই প্রকল্পের এফএফএইচআর সেলিনা আখতার।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন ডাসকোর টেকনিক্যাল সমন্বয়কারী আবুল কালাম আজাদ।