নাচোলে সামাজিক সমস্যারোধ কল্পে ইমামদের নিয়ে মতবিনিময় সভা

52

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সামাজিক সমস্যা রোধকল্পে ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলাপরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, গোলাবাড়ি বড ঈদগাহের ইমাম মাওলানা আব্দুল হাকিম, ইমাম হাফেজ সারওয়ার জাহান, ইমাম মনিরুল ইসলাম। ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, কসবা ইউনিযন পরিষদের সামগ্রিক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সমস্যা রোধ কল্পে সমাজে ইমামদের ভূমিকা শীর্ষ তাই কসবা ইউনিয়ন এর সকল মসজিদ ও ঈদগাহের ইমামদের অংশগ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।