সুবিধাভোগী নারী শিক্ষার্থী সায়েরা খাতুন, নাদিয়া খাতুন, ফাহমিদা আক্তার মেঘলা, জুঁই আক্তার ও খুশী খাতুন। মঙ্গলবার তাদের দিনটা কেটেছে ভীষণ আনন্দে। কেননা স্কুলে যাবার জন্য তারা বাইসাইকেল পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার কাছ থেকে এ সাইকেলগুলো পেয়ে বেজায় খুশি তারা। ওই পাঁচ শিক্ষার্থী হলো উপজেলার ফতেপুর ইউনিয়নের সানপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পড়–য়া।
জানা গেছে, অসচ্ছল ও মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের উদ্যোগ নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার। উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের ১% বরাদ্দ থেকে এ সাইকেলগুলো প্রদান করা হয়।
বেলা সাড়ে ১১টায় সানপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ৫ শিক্ষার্থী সায়েরা, নাদিয়া, মেঘলা, জুঁই ও খুশির মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেফাউর রহমান, দাতা সদস্য ইয়াসিন আলী, অভিভাবক সদস্য আব্দুল লতিব ও শিক্ষানুরাগী নাইমুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, স্থানীয় সরকারের ভূমিকর তহবিলের ১% প্রাপ্ত অর্থ দিয়ে নারী শিক্ষা বিস্তার এবং বাল্যবিয়ে নিরুৎসাহিত করতেই তিনি অসচ্ছল ও মেধাবী নারী শিক্ষার্থীদের যোগাযোগ সুবিধা সহজীকরণের লক্ষ্যে বাইসাইকেল প্রদানের উদ্যোগে গ্রহণ করেছেন।
ইউপি চেয়ারম্যান ইসরাইল হক বলেন, বিদ্যালয়ে অনেক অসচ্ছল ও মেধাবী নারী শিক্ষার্থী থাকলেও প্রাথমিক পর্যায়ে প্রত্যন্ত ও দূর থেকে পাঠগ্রহণে আসা শিক্ষার্থীদেরকে বাছাই করে ৫টি সাইকেল প্রদান করা হয়েছে।