মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২০, ২০২৪ by

নাচোলে সাংবাদিকদের সঙ্গে ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির সদস্যদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভ্ াঅনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫ টায় নাচোল বাস স্ট্যান্ড এলাকায় এস এন এস ক্যাফেতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, অলেমা চাঁদ ফাউন্ডেশন ও ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর কবির সিদ্দিক নয়ন, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, আতাউর রহমান তোতা ও মোশাররফ হোসেন।
সমিতির সভাপতি আতাউর রহমান নাচোল উপজেলাকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে অসহায়, দরিদ্র, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

About The Author

শেয়ার করুন