Last Updated on জুলাই ২, ২০২৪ by
নাচোলে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন
বৃষ্টি-বাদল উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি গ্রামে ফলকুঁড়ি আদিবাসী সংঘের কার্যালয়ে সমবেত হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষরা। উদ্দেশ্য সাঁওতাল বিদ্রোহের ১৬৯তম বার্ষিকী উদযাপন।
মঙ্গলবার বিকেলে ফুলকুঁড়ি আদিবাসী সংঘের সহযোগিতায় জাতীয় আদিবাসী পরিষদ, নাচোল শাখা সাঁওতাল বিদ্রোহের ১৬৯তম বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।
টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেনÑ সুভাস চন্দ্র হেমব্রম, নরেশ হাসদা, স্মৃতি পাহান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকুঁড়ি আদিবাসী সংঘের সভাপতি তরুণ ওরাঁও।
বক্তারা বলেন, ১৮৫৫ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণসংগ্রাম সংঘটিত হয়। যা ছিল শোষক-শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক এবং যা মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তবে যে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ, সেই শোষণ-বঞ্চনা আজও বন্ধ হয়নি। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এ সময় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা ভূমি কমিশনের দাবি জানান বক্তারা।
আলোচনা শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে গ্রামের পথে মিছিলে অংশ নেন নারী-পুরুষরা।