চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধ এবং শান্তি-সহিষ্ণু সমাজগঠনে ধর্মীয়নেতাদের ভুমিক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র পিস কনসোর্টিয়ামের আওতায় অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর আয়োজনে এলাকার ৩০জন ধর্মীয়নেতা (ইমাম) এর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত কাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ২নং ফতেপুর ইউপির সম্মেলনকক্ষে কর্মশালার উদ্বোধন করেন, চেয়ারম্যান ইসরাইল হক। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মজিবুর রহমান। সামাজিক সহিংসতা ও উগ্রপন্থা প্রতিরোধ এবং যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ ও শান্তি-সহিষ্ণুতা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উত্থাপন করেন সাংবাদিক আব্দুস সাত্তার ও মাওলানা এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রগ্রাম সমন্বয়কারী আয়েশা খাতুন।