নাচোলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য হলেন প-িতপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে আতাউর রহমান। গত বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার শাহিন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাহীন ইসলামপুর মহল্লার মৃত মঈনুদ্দিন হোদার ছেলে।
নাচোল থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে রাস্তা সংলগ্ন একটি খালি ভুটভুটির পাশে দাঁড়িয়ে থাকা আতাউর রহমান ও গোলাম সারওয়ার শাহিনকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর দেখে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আতাউর রহমানের মৃত্যু হয়।
এদিকে আহত শাহিনের ছোটভাই তুষার বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, তিনি (শাহিন) এখন ভালো আছেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস ও গরু বহনকারী খালি ভুটভুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।