বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৪, ২০২৫ by

নাচোলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জামায়াত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের নাচোল পৌর শাখার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন পৌর আমির মনিরুল ইসলাম।
পৌর এলাকার ২নং ওয়ার্ড পিঁপড়াডাঙ্গা মহল্লার মুন্টু ও সেন্টুর বাড়ি ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষতি হয়। সংগঠনের পক্ষ থেকে পৌর আমির মনিরুল ইসলাম তাদের খোঁজখবর নিয়ে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবার ২টিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল জলিল, যুব বিভাগের সভাপতি মাহিদুর রহমান এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ।
গত ১ মে বিকেলে প্রাকৃতিক দুর্যোগে এই দুটি পরিবারসহ আরো অনেকের ক্ষতি হয়।

About The Author

শেয়ার করুন