নাচোলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জামায়াত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের নাচোল পৌর শাখার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন পৌর আমির মনিরুল ইসলাম।
পৌর এলাকার ২নং ওয়ার্ড পিঁপড়াডাঙ্গা মহল্লার মুন্টু ও সেন্টুর বাড়ি ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষতি হয়। সংগঠনের পক্ষ থেকে পৌর আমির মনিরুল ইসলাম তাদের খোঁজখবর নিয়ে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবার ২টিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল জলিল, যুব বিভাগের সভাপতি মাহিদুর রহমান এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ।
গত ১ মে বিকেলে প্রাকৃতিক দুর্যোগে এই দুটি পরিবারসহ আরো অনেকের ক্ষতি হয়।