চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে এক হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে দুটি করে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি শিক্ষা কার্যক্রমের আওতায় চারাগুলো বিতরণ করে।
একই দিন একই ইউনিয়নে সমৃদ্ধি কমসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ১৫৪ জন রোগীকে বিনামূল্যে মেডিসিন ও গাইনি বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমৃদ্ধি কমসূচির ফোকালপার্সন মু. তাকিউর রহমান, প্রয়াস হসপিটালের ব্যবস্থাপক মো. রুহুল আমিন, ইউনিট ব্যবস্থাপক প্রসন্ন কুমার পালসহ সমৃদ্ধি টিমের সদস্যবৃন্দ।