নাচোলে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী

73

gourbangla logo

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সব্দলপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা চত্বরে সমিতির সভাপতি ও সুপার শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মু.গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম (মুন্নি), জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য আবু রেজা মোস্তফা কামাল শামিম, ইসলামী ব্যাংক রহনপুর শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, সমিতির সদস্য অধ্যক্ষ সোলাইমান আলী, প্রধান শিক্ষক তাজাম্মল হক, সুপার মোজাম্মেল হক ও মতিউর রহমান। সমিতিভূক্ত সদস্য কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন এর হাতে ১৭ হাজার ১শত টাকার চেক এবং আগত অতিথিবৃন্দের সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য দেন, সমিতির সেক্রেটারী ও সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও সহসুপার মাওলানা তাসিরুল ইসলাম। উল্লেখ্য, কসবা ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসার ১৬২জন শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে ২০০৯ সালে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠিত হয়।