Last Updated on মার্চ ৩০, ২০২৫ by
নাচোলে যুব উন্নয়ন সংঘের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়া যুব উন্নয়ন সংঘের আয়োজনে জসিম উদ্দিন হাফিজিয়া ও নুরানী মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পুকূরিয়াপাড়া গ্রামের সমাজসেবক মো. বাদল আলীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে
প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংবাদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ইয়াসিন আলী, সাবেক সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, ১নং ওয়ার্ড সদস্য আবুল জাব্বার, ১,২,৩, নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য রেবিনা বেগম, নেজামপুর ইউপির ৩নং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন, ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ।
এছাড়াও বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।