Last Updated on ডিসেম্বর ১৬, ২০২৪ by
নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে নাচোল সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, নাচোল থানায় ৩১বার তোপধ্বনি, দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা বনাম শিক্ষক সমাজ ও সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে স্মৃতিস্তম্ভের বেদিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীসহ সকল খেলা ধুলায়অংশগ্রহণের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সভা শেষে স্বাধীনতা যুদ্ধে ও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।