দৈনিক গৌড় বাংলা

নাচোলে মাল্টা ও কমলার চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খলসী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাল্টা ফলের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে মনামিনা কৃষি খামার চাঁপাইনবাবগঞ্জের সার্বিক সহযোগিতায় আস্থা ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
আস্থা ফাউন্ডেশনের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনামিনা কৃষি খামারের পরিচালক মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খলসী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফিকুল ইসলাম, গোমস্তাপুর সলেমান মিঞা ডিগ্রি কলেজের প্রভাষক মো. মইনুদ্দিন আহমেদ রজত, আস্থা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাফেজ মো. সাদির আহমেদ, হাফেজ মো. আমিনুল ইসলাম, দারুল নাজাত হেফজুল কুরআন মাদ্রাসার উপদেষ্টা হাফেজ মো. আমিনুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম মাখন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।
পরে খলসী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে বিদেশী জাতের মাল্টা ও কমলার চারা বিতরণ করা হয় এবং ওই এলাকার দারুল নাজাত হেফজুল কুরআন মাদ্রাসা ও দিয়াড় খলসী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বৃক্ষ রোপণ করা হয়।

About The Author