Last Updated on জানুয়ারি ২৩, ২০২৫ by
নাচোলে মানব পাচার প্রতিরোধে যৌথ সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘আসুন সবাই মিলে মানব পাচার এবং নিষ্ঠুর পরিণতির বিরুদ্ধে লড়াই করি, সকলের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ন্যায়সঙ্গত বাংলাদেশ বিনির্মাণ করি’- স্লোগানকে সামনে রেখে মানব পাচার, বাল্যবিয়ে প্রতিরোধ এবং দুযোর্গ ব্যবস্থাপনা কমেটির সঙ্গে যৌথ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি-মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে গত বুধবার বিকেলে নাচোল মহিলা কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফাইট স্লেøভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস আ্যক্টিভটি-উইনরক ইন্টারন্যাশনাল (এফএসটিআইপি) প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দুলাল উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আলমগীর, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. আব্দুল কাদের, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, প্রকল্পটির ব্যবস্থাপক মো. দুরুল ইসলামসহ নাচোল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভা সঞ্চালনা করেন জেলা প্রকল্প অফিসার শহিদুল ইসলাম মুকুল। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।