শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১৬, ২০২৪ by

নাচোলে মাছ চাষ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নাচোল ইউনিটের অধীনে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার সকালে প্রয়াসের নাচোল ইউনিট কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ দেন- নাচোল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
মৎস্যচাষিদের পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুত, পুকুরকে মাছ চাষে উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের নাচোল ইউনিটের হিসাবরক্ষক মো. হাফিজুর রহমান।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

About The Author

শেয়ার করুন