নাচোলে ভ্রাম্যমান আদালতে ২ মাতালের কারাদন্ড

97
Nachol gourbangla.com গৌড় বাংলা
gourbangla.com গৌড় বাংলা

নাচোলে চোলাই মদ খেয়ে মাতলামীর অপরাধে দুই মাতালকে ২ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্তরা হলো, নাচোল পৌর এলাকার গোপালপুর গ্রামের রেজাউলের ছেলে রানা (৪২) ও শ্রীরামপুরের সোহরাবের ছেলে রিয়াজ (৩৯)। নাচোল থানার ওসি তদন্ত ফাছির উদ্দিন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাচোল পৌর এলাকার টেলিফোন অফিসের পিছনে দেশীয় চোলাইমদ খেয়ে মাতলামীর সময় স্থানীয় জনতা দুই মাতাল রানা ও রিয়াজকে আটকিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরকার অসিম কুমার প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে ৭ দিনের বীনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃতরা নগদ ২ হাজার করে অর্থদন্ড দিয়ে খালাশ পায়।