চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল পৌরসভা হলরুমে এলজিআই, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, কসবা ইউপির প্যানেল চেয়ারম্যান রহিদুল ইসলাম, কমিউনিটি মবিলাইজার বেলাল উদ্দিন ও আব্দুল লতিফ।
বক্তারা বলেন, নাচোল উপজেলায় সার্বিকভাবে বিগত ১০ বছরে পানির স্তর ৩০ ফুট এবং নাচোল পৌরসভা ও ৪টি ইউনিয়নের কোথাও কোথাও ৫০ ফুট পর্যন্ত নেমে গেছে। এ অবস্থায় আমাদের যত দ্রুত সম্ভব নদীর পানিকে খাঁড়িগুলোতে নিয়ে এসে সেচের ব্যবস্থা করে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ফসল চাষ করতে হবে। তবেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেফ হবে এবং সার্ফেস ওয়াটার পেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন কসবা ইউনিয়ন পরিষদের নারী সদস্য ইসমাতারা ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কসবা ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ, উপজেলা ফেডারেশন ও ইউনিয়ন আসোসিয়েশনের সদস্যগণ এবং সেচ্ছাসেবক, সাংবাদিকসহ বিভিন্ন এলাকা হতে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।